ঝিলিম ইউনিয়নে ১ কোটি ৪৫ লাখ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের ২০১৫-২০১৬ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত উম্মুক্ত বাজেট সভায় ইউপি চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমনুরা হযরত বুলন্দশাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আতাউর রহমান, ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য শিরিন আক্তার, পারভীন বেগম, শামিম আরা লুসি, ওয়ার্ড সদস্য আশরাফুল হক মতু, সাবেক মহিলা সদস্য পারভীন বেগম। বাজেট সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্যসহ স্থানীয় শিক্ষক, আদিবাসী, কৃষক, এনজিও প্রতিনিধি ও গণ্যামান্য ব্যক্তিবর্গ। প্রায় ১ কোটি ৪৫ লক্ষ টাকার এবছরের বাজেট পেশ করেন ইউপি সচিব মোঃ জহুরুল ইসলাম। বাজেট সভায় ২০১৫-১৬ অর্থবছরের সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার ৩’শ ৪৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৭৯ হাজার ৪’শ ৫২ টাকা। উদ্বৃত্ত থাকবে ১ লাখ ১৯ হাজার ৮’শ ৯৬ টাকা। ২০১৪-১৫ অর্থবছরে বাজেটে আয় ধরা হয়েছিল, ১ কোটি ১১ লাখ ১৭ হাজার ৯’শ ১০ টাকা এবং ব্যায় ধরা হয়েছিল, ১ কোটি ১০ লাখ ৩৫ হাজার ৭’শ ৯৯ টাকা। এবছর বাজেটে নারী বান্ধব ও দারিদ্র বিমোচন প্রকল্পের উপর গুরুত্বারোপ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৫-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৫-১৫