ড. অজিত দাস “সংলাপ সাহিত্য সম্মানে” ভূষিত

ড. অজিত দাস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম সাহিত্য পুরষ্কার ‘সংলাপ সাহিত্য সম্মান-২০১৫’ পদকে ভূষিত হয়েছেন। ২৬ এপ্রিল পশ্চিমবঙ্গের শিল্পবন্দর হলদিয়ার বাঁশখানা এলাকায় অনুষ্ঠিত সংলাপ সাহিত্য সম্মেলনে লেখক ড. অজিত দাসকে সংলাপ সাহিত্য সম্মান-এ ভূষিত করা হয়। বঙ্গবন্ধু পরিবার ও মুক্তিযুদ্ধ’র উপর কাজ করার জন্য প্রবন্ধ ক্যাটাগরিতে এ পুরষ্কার দেওয়া হয়।
সম্মেলনে ভারতের অন্যান্য রাজ্য ও পশ্চিমবঙ্গ থেকে সম্মেলনে প্রায় তিন শতাধিক কবি, সাহিত্যিক, গবেষক, লেখক, অধ্যাপক অংশ নেন। সম্মেলনে ৬টি গবেষণা গ্রন্থ, একাধিক লিটিল ম্যাগাজিন ও বেশকিছু পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. রমেশ চন্দ্র সেন, হলদিয়া পত্রিকার সম্পাদক ড. বীরেন্দ্রনাথ মাইকি, কবি জগদীশ মুখপাধ্যায়, কবি ওয়াজেদ আলী, কবি শুভঙ্কর রায়, ঔপন্যাসিক ভূতনাথ পানিগ্রাহী প্রমুখ।
ড. অজিত দাস বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধো’র উপর নয় টি গবেষণা গ্রন্থের রচিয়তা। তার সাম্প্রতিক প্রকাশিত গ্রন্থ একুশে ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও রাষ্ট্র নায়ক শেখ হাসিনা। ড. দাস বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের চেয়ারম্যান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্র কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদ বিজ্ঞপ্তি/ ০৮-০৫-১৫