চির নূতনের ডাক দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী পালিত

বাংলা ও বাঙ্গালির প্রাণের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে এবার চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিগত বছরগুলোয় কবির জন্মবার্ষিকী নিরবে কেটে গেলেও এবার জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করে।
শিল্পকলা একাডেমি মিলনয়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ।
জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলাতানা রাজিয়া, শিল্পকলার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লালু।
সভায় কবিগুরু’র বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৫-১৫