শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরনের শুভ উদ্বোধনী সভা অনুষ্ঠিত ।
খরিপ ১/ ২০১৫-২০১৬এর আউশ মৌসুশে উফশী ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক সহায়তা প্রদান উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা চত্বরে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ক্ষুদ্র ও প্রান্তি কৃষকদের সহায়তা প্রদানের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আতাউর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহমুদুুল ফারুক, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম।
উল্লেখ্য যে শিবগঞ্জ উপজেলার ২৩ হাজার ১শ ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে জন প্রতি ২০ কেজি  করে ইউরিয়া ১০ কেজি ডি,এ পি, ১০ কেজি এম,ও,পি সার প্রদান করা হয়।
সেচ সহায়তা হিসাবে জনপ্রতি ৪শ টাকা  করে এবং আগাছা পরিস্কারের জন্য জন প্রতি ৪শ টাকা করে   মোট ৯ লক্ষ ৯৬ হাজার  টাকা ব্যাংক হিসাব নম্বরের মাধ্যমে  প্রদান করা  হবে।
অন্যদিকে ২ হাজার ১শ ৪০ জন কৃষককে ৫ কেজি করে উফসী ধান বীজ ও ১শ ৭৫ জন কৃষককে ১০ কেজি করে নেরিকা ধান বীজ প্রদান করা হয়। উল্লেখ্য যে মোট ৪৬.০৩ মেঃ টন ইউরিয়া, ২৩.১৫মেঃ টন ডিএপি,২৩.১৫মেঃ টন এমপিও সার, ১০ হাজার ৭ কেজি উফসী ধান বীজ, ১হাজার ৭শ ৫০কেজি নেরিকা ধান বীজ বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১১-০৫-১৫