মহারাজপুরে বাস চাপায় বৃদ্ধার মৃত্যু > সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার  মহারাজপুরে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে মঙ্গলবার দুপুরে বিআরটিসি’র একটি  বাস চাপায় দুলালী বালা সিংহ (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এই দূর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কটি অন্তত: দেড় ঘন্টা অবরোধ করে রাখে। এতে সোনামসজদি স্থলবন্দরে যাতায়াতকারী আমদানি পণ্যবাহীসহ বেশ কিছু ট্রাক ও  বিভিন্ন যানবাহন আটকা পড়ে।
সদর মডেল থানার উপপরিদর্শক দুলালউদ্দীন ও স্থানীয়রা জানান, দুপুর সোয়া একটার দিকে রাস্তা পারাপারের সময় শিবগঞ্জ থেকে রাজশাহীগামী বিআরটিসির একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মহারাজপুরের নারায়ন চন্দ্র সিংহের স্ত্রী দুলালী বালা সিংহ। ঘাতক বাসটি দ্রুত পালিয়ে গেলেও স্থানীয় লোকজন অবরোধ করে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক।তারা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অবরোধ সরিয়ে বিকেল পৌনে তিনটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৫-১৫