নতুন নেতাদের নিয়ে ছাত্রলীগের মিছিল
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বুধবার শহরে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
বিকেলে শহরের শহীদ সাটু হল মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ের মুজিব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফায়জার রহমান কনক, জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিল, সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন।
সমাবেশে নতুন নেতৃত্ব স্বাগত জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৫-১৫