শিবগঞ্জ সীমান্তে সাড়ে ৪ কেজি চাঁদি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বুধবার রাতে ৪ কেজি ৪৫০ গ্রাম চাঁদি উদ্ধার করেছে বিজিবি । উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ঘাট এলাকা থেকে রাত সাড়ে ৭ টার দিকে এগুলো উদ্ধার করে তারা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কনাকষা সীমান্ত ফাঁড়ীর (বিওপি) কমান্ডার সুবেদার শাহজাহান জানান, নিয়মিত টহলের সময় বুধবার উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ঘাট এলাকায় নৌকা পার হচ্ছিল অনেকেই। এসময় একটা ছেলে কালো রংয়ের একটি ব্যাগ নিয়ে আসতে থাকে, বিজিবি সদস্যরা তাকে ডাকলে সে ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪ কেজি ৪৫০ গ্রাম চাঁদি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৭-০৫-১৫
কনাকষা সীমান্ত ফাঁড়ীর (বিওপি) কমান্ডার সুবেদার শাহজাহান জানান, নিয়মিত টহলের সময় বুধবার উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ঘাট এলাকায় নৌকা পার হচ্ছিল অনেকেই। এসময় একটা ছেলে কালো রংয়ের একটি ব্যাগ নিয়ে আসতে থাকে, বিজিবি সদস্যরা তাকে ডাকলে সে ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪ কেজি ৪৫০ গ্রাম চাঁদি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৭-০৫-১৫