মৃত কলেজ শিক্ষকদের পরিবারের মাঝে চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির মৃত সদস্যদের নমিনীদের মাঝে বুধবার চেক বিতরণ করা হয়েছে। 
শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের অফিস কক্ষে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোশারফ হোসেন  ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মৃত সদস্যদের নমিনীদের মাঝে চেক গুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট  কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম, নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, সমিতির অফিস সহকারি কুরবান আলিসহ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক কর্মচারীগণ। 
উল্লেখ্য, রানীহাটি মহাবিদ্যালয়ের গনিত বিভাগের প্রভাষক মশিউর রহমানের স্ত্রী নমিনী ফজিলাতুন নেসার হাতে ৪লক্ষ ৯৬হাজার পনের টাকা, আলিনগর স্কুল ও কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক  ফিরোজ আবেদিন স্ত্রী নমিনী শারমিন খাতুনের হাতে ৪লক্ষ ৮৮হাজার ৫৫৬ টাকা,পার্বতীপুর এসবি আদর্শ কলেজের শরীরচর্চা শিক্ষক আব্দুল মজিদের স্ত্রী নমিনী জেসমিন আরা খাতুনের হাতে ৪লক্ষ ৯৭ হাজার ৬৯২ টাকা ও আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজের ভূগোল প্রভাষক ইশিতা শাহনাজ এর স্বামী নমিনী ইস্তিয়াক আহমেদ হাতে ৪লক্ষ বিশহাজার সাহশত ২১টাকার মোট ১৯ লক্ষ দুই হাজার নয়শত চুরাশি টাকার চেক প্রদান করা হয়।  

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৫-১৫