ভোলাহাটের দলদলী ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা


ভোলাহাটের দলদলী ইউনিয়ন পরিষদ চত্বরে সোমবার চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুলের সভাপতিত্বে ২০১৫-১৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন, উপজেলা নির্বহী অফিসার আবুল হায়াত মো: রফিক। বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মেহেফুজ, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির, এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ রাজশাহী অঞ্চল প্রতিনিধি সাবিত জাহান শিশির, ডাসকো রাজশাহী প্রতিনিধি সেলিম রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা স্বাস্থ্য পরিসংখ্যান বিদ আসাদুজ্জাবান আসাদ, শরীক প্রতিনিধি মোজাফ্ফর হোসেন। পরে উন্মুক্ত আলোচনায় উপস্থিত অংশগ্রহনকারী সহস্রাধীক নারী পুরুষের বিভিন্ন দাবী নিয়ে আলোচনা হয়। এবারের বাজেটে সাতটি খাত সংযোজন হয়েছে কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন, রাস্তা-ঘাট মেরামত, রক্ষনাবেক্ষন, যোগাযোগ অবকাঠামো নির্মানপ্রান্তিক চাষিদের ¯েপ্র মেশিন সরবরাহ, অতিদরিদ্রদের জন্য গবাদি পশু পালন প্রশিক্ষণ ও বিতরণ, দরিদ্র ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও স্বাক্ষরতা কার্যক্রম, অতিদরিদ্র নারীদের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা, প্রতিবন্ধিদের উন্নয়ন ও সুশাসন উন্নয়ন।
এদিকে গত অর্থবছরের আয় ছিলো ১ কোটি ৩৩লাখ ১৩ টাকা এ বছর বেড়ে হয়েছে ১ কোটি ৪৯লাখ৯৮হাজার ৮০টাকা ব্যয় ধরা হয়েছে সমপরিমাণ অর্থ। উন্মুক্ত বাজেট অধিবেশনে দলদলী ইউনিয়নের সকল পেশাজীবি হাজার হাজার নারী পুরুষ  নাগরিকেরা অংশ গ্রহণ করে বিভিন্ন দাবী তুলে ধরেন।উল্লেখ্য উন্মুক্ত বাজেট অধিবেশন সভায় ইউনিয়নের পুরাতন জিন্নাহনগর গ্রামের আকালু শেখের ছেলে প্রতিবন্ধি মনিরুল ইসলামকে সাড়ে সাত হাজার টাকা মূল্যের একটি হুইল চেয়ার প্রদান করেন ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৫-০৫-১৫

,