সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমেরন শাহাদাত বার্ষিকীতে বিএনপি’র ৮ দিনে কর্মসুচি

বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্টপতি জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদও উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তÍতি সভা অনুষ্ঠি হয়েছে। এতে শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়াস্থ দলীয় কর্যালয়ে পৌর বিএনপির  সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে সভায় প্রধাণ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী  কমিটির সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদও আসনের সাবেক সংসদ  সদস্য মোঃ হারুনুর রশিদ।  সদর  উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতির পরিচালনায় অন্যান্যেও মধ্যে  বক্তব্য  রাখেন পৌর  বিএনপির সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন, দেবীনগর ইউনিয়ন চেয়ারম্যান শাহিদুল  আলম বিশ্বাস পলাশ, সুন্দরপুর  ইউনিয়নের  বিএনপির  আহ্বায়ক মান্নান আলী ,শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির  আহ্বায়ক আবদুল মালেক , ইসলামপুর  ইউনিয়ন বিএনপির নেতা খাইরুল বাশার , সদর  উপজেলা ছাত্রদলের সভাপতি মাসিদুর রহমান মেনন। সভায় চাঁপাইনবাবগঞ্জ  থানা  ও পৌর  বিএরপির  এবং সহযোগী   সংগঠনগুলোর উদ্যোগে ৮ দিনের কর্মসূচি  ঘোষনা করা হয়। ২৮ মে  বালিয়াডাঙ্গা হাই স্কুল মাঠে, ২৯ মে মহিপুর কলেজ মাঠে, ৩০১ মে চাটাইডুবি হাই স্কুল মাঠে, ১ জুন শহীদ সাটু হল, ৩জুন সদর  থানা ও পৌর বিএনপির কার্যলয়, ৪ জুন রানীহাটি ইউনিয়ন, ৫জুন নামোশংকরবাটি কলেজ মাঠ, ৬ জুন বটতলাহাট এলাকায় জিয়াউর রহমানের ৩৪ তম  শাহাদতবার্ষিকী পালন  উপলক্ষে আলোচনা  সভা ও  দোয়া  মাহফিলের কর্মসূচি  ঘোষণা করা হয়।

চাঁপাইনবাগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৫-১৫