রাবিতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সস এর উদ্যোগে পৃথকভাবে গবেষণা বিষয়ক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের লেকচার থিয়েটারে এবং সাড়ে ১১টায় বায়োলজিক্যাল সায়েন্সস এর সেমিনার কক্ষে সেমিনার দুটি অনুষ্ঠিত হয়।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর এ কে এম রফিউল ইসলামের সভাপতিত্বে এবং বিভাগের প্রফেসর ড. ফারজানা আশরাফী নীলার সঞ্চালনায় সেমিনার বক্তা হিসেবে কৃষি বিষয়ক গবেষণার উপরে বক্তব্য দেন জাপানের ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞানী  ড. হিরোশি সুজুকি। সেমিনারে দোভাষি হিসেবে বিজ্ঞানী হিরোশি সুজুকির বক্তব্য উপস্থাপন করেন বিভাগের প্রফেসর ড. মো. মনজুর হোসেন।
অন্যদিকে ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস এর নিয়মিত সেমিনার আয়োজনের অংশ হিসেবে সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুল হকের সঞ্চালনায় মলিকুলার বায়োলজি গবেষণা বিষয়ক বক্তব্য দেন বিশিষ্ট বিজ্ঞানী ও ভারতের কারনাটাক বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. দেভারজান থাঙ্গুডুরাই।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর তানজিমা ইয়াসমিন, প্রফেসর কে এ এম শাহাদত হোসেন মন্ডল, প্রফেসর পারভেজ হাসান, ড. সাহিনুল ইসলাম প্রমূখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ০২-০৫-১৫