প্রধান মন্ত্রীর আগমনে আশায় বুক বেঁদেছে শিবগঞ্জ বাসী

আগামী ১৬মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগ সভামন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ আসছেন। তাঁর আগমনকে ঘিরে  মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীণতায় বিশ্বাসী গণতন্ত্রকামী শিবগঞ্জ বাসী  বিভিন্ন যৌক্তিক দাবী পূরণ হবে বলে আশায় বুক বেঁধে রয়েছে। মে মাসের প্রথম থেকে অর্থাৎ প্রধান মন্ত্রীর আগমনের সংবাদ শুনামাত্র   বিভিন্ন ইউনয়নের  আওয়ামীলীগ নেতৃবৃন্দের মাধ্যমে উপজেলার প্রত্যন্তাঞ্চলের  বিভিন্ন পেশার মানুষ প্রতিদিনই এমপি গোলাম রাব্বনীর বাড়িতে গিয়ে  নিজেদের দাবীগুলি প্রধান মন্ত্রীর কাছে পেশ করার জন্য অনুরোধ করা  অব্যহত রয়েছে।  দাবীগুলির মধ্যে রয়েছে প্রতিবছর  লক্ষলক্ষ টন উৎপাদিত    আমের রাজধানী নামে খ্যাত শিবগঞ্জ উপজেলায় আম রাখার হিমাগার তৈরী ও আম থেকে জুসসহ বিভিন্ন ধরণের খাদ্য তৈরীর কারখান তৈরী করে বাধ্যতামূলক ফঁড়িয়া ব্যবসায়ীদের কাছে পানির দরে আম বিক্রী করা বন্ধ হলে একদিকে বহু লোকের কর্মস্থান হবে, অন্যদিকে  বিভিন্ন ধরণের আম উৎপাদনে আম চাষীরা আাগ্রহী হয়ে উঠবে।  প্রাচীন গৌড় বাংলার রাজধানী ও বর্তমান দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর সোনমসজিদ এলাকার ঐতিহাসিক  স্থাপন্যগুলি বহুদিনযাবত মেরামতের অভাবে অকেজা হয়ে পড়া স্থাপন্যগুলি মেরামত এবং ২০১৩সালে জামায়াত শিবিরের হাতে ক্ষতিগ্রস্থ সোনামসজিদ পর্যটন মোটেল মেরামত করে সোনমসজিদ এলাকাকে পর্যটন কেন্দ্র  হিসাবে ঘোষনা করা. ২০১৩সালে জামায়াত বিএনপির হাতে ক্ষতি গ্রস্থ কানসাটের পল্লীবিদ্যুতের অফিস জরুরী ভিত্তিতে সংস্কার করে আবারো পল্লীবিদ্যুতের  জেলা অফিস কানসাটে পূর্নস্থাপন করা,শিবগঞ্জ উপজেলার কানসাটে অবস্থিত রাজবাড়ি এলাকার জামায়াত বিএনপি নামীয় ভূমি দস্যুদের দখলে থাকা  জমিগুলো উদ্ধার করে সেখানে  উচুঁ মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে শিবগঞ্জে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ করে দেয়া ,শিবগঞ্জের হারিয়ে যাওয়া পদ্মা, পাগলা ও  চক নদীকে পুনঃ খনন করার ব্যবস্থা কওে নদীগুলির তীরবর্তী হাজারা হাজার  একর জমিতে বিনা খরচে কৃষি সেচ ব্যবস্থার ম্যধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক সমাজকে উদ্বুদ্ধ করা। প্রায় অর্ধশতাধিক বছর আগে শুরু হওয়া পদ্মা নদী ভাঙ্গনের কারণে  উপজেলার উজিরপুর,পাকা, দূর্লভপুর  ও মনাকষা ইউনিয়নের প্রায় ৫০ হাজার  মানুষ  দীর্ঘদিন যাবত যাযাবরের ন্যায় মানবেতর জীবনযাপন করছে তাদের পূর্নবাসনের ব্যবস্থা করা, দীর্ঘ দিন যাবত জনগণের  দূর্ভোগের পুঁজি   ঝুঁকিপূর্ণ শিবগঞ্জ বেলী ব্রীজ মেরামত করা, নানা সমস্যায় জর্জরিত  ঐতিহ্য বাহী আদিনা ফজলুল হক সরকারী স্নাতক মহাবিদ্যালয়ের সমস্যাগুলির   সমাধান করা।  গত ১১ মে শিবগঞ্জ উপজেলা চত্বরে বিনা টাকায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রাব্বানী জনগণের দাবীগুলি যুক্তিসঙ্গত বলে মন্তব্যপূর্বক আগামী ১৬মে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে আওয়ামীলীগের জনসভায় আওয়ামীলীগ সভানেত্রী ও বাংলাদেম সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরার প্রতিশ্র“তি দেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ১৫-০৫-১৫

,