ফার্মেসিতে কাজ করে জিপিএ-৫ পাওয়া ভোলাহাটের মনিমুল আদর্শ শিক্ষক হতে চায়

ভোলাহাটের দিনমুজুর বাবার অভাবের সংসারে নিজে অন্যের ফার্মেসিতে কাজ করে লেখাপড়া চালিয়ে এবার এসএসসি পরীক্ষায় ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন থেকে মোমিনুল ইসলাম জিপিএ-৫ পেয়েছে। মোমিনুলের বাবা রিয়াজুদ্দিন গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রয় করে সংসার পরিচালনা করে। সংসারে চার ভাই-বোনের মধ্যে অর্থাভাবে কাউকে পড়া-শুনা করাতে পারেনি দারিদ্র পিতা। চারজনের মধ্যে মোমিনুল তিন নম্বর। মা ফাতেমা বেগম গৃহীনি। মনিমুল ভোলাহাট উপজেলা পরিষদের উত্তর গেটে পল্লী চিকিৎসক আব্দুস সামাদ টুটুল তার র্ফামেসিতে কাজ করে উপার্জন করে পরিবারে সহায়তার পাশাপাশি চালিয়েছে তার লেখাপড়া।
মোমিনুল বলেন, তার এ কৃত্তিত্বের জন্য তার দরিদ্র বাবা-মা ,পল্লী চিকিৎসক আব্দুস সামাদ টুটুল ও স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা উৎসাহ যোগিয়েছেন। মোমিনুল ভবিষ্যতে একজন আর্দশ শিক্ষক হতে চাই।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ৩০-০৫-১৫

,