প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুবলীগ ছাত্রলীগের মিছিল

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়েছে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ শহরে যুবলীগ ও ছাত্রলীগ যৌথ মিছিল সমাবেশ করেছে।
সকালে দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের মুজিব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান কনক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান।
সমাবেশে প্রধানমন্ত্রী আগামী শনিবারের জনসভা সফল করে তোলার আহবান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৫-১৬