সরকারী কলেজ শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত


পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা সরকারী কলেজে উচ্চমাধ্যমিকের পরীক্ষা চলাকালীন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কর্তৃক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মন্তাজুর রহমানকে অপমান ও লাঞ্চিত করার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে মানববন্ধন করেছে শিক্ষকা কর্মচারীরা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা সরকরী কলেজ শিক্ষকগণ রবিবার বেলা ১১টার দিকে নবাবগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পাসের মূল ভবনের সামনে এই মানববন্ধন করেন। অবশ্য চলমান পরীক্ষা কর্মসূচীর আওতা বহির্ভূত রয়েছে। মানববন্ধনে ঘটনার তীব্র নিন্দা ও অবিলম্বে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া,উপাধ্যক্ষ ইব্রাহীম,কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক দাউদ আলী, জিয়াউল হক প্রমূখ। কর্মসূচীটি সঞ্চালনা করেন  ওবাইদুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিসিএিস শিক্ষা ক্যাডারেরর কর্মকর্তা অনান্য কলেজ শিক্ষকগন ও সাধারন শিক্ষার্থীরা।
এদিকে শিবগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক সফিকুল ইসলাম জানান, পিরোজপুর জেলার ভান্ডারিয়া কলেজ শিক্ষককে ম্যাজিস্ট্রেট কর্তৃক লাঞ্চিতের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতির আহবানে আদিনা ফজলুল সরকারি কলেজের উদ্যোগে এক ঘন্টাব্যাপি মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আদিনা ফজলুল হক সরকারি কলেজের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ম্যাজিস্ট্রেটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সারাদেশের শিক্ষক সমাজকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৪-১৫