ভোলাহাটে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্বামীকে হত্যার অভিযোগে পুলিশ স্ত্রীকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোলাহাটের দলদলী ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত্যু মোকসেদ আলীর ছেলে দিলজান আলী (৪৮)কে তার স্ত্রী ফিকি বেগম (৪৫) শুক্রবার দিবাগত রাতে হত্যা করে। শনিবার সকালে নিহতের ছেলে ফিরোজ (১৫) তার বাবা কোথায় আছে মায়ের কাছে জানতে চাইলে ফিকি বেগম উত্তেজিত হয়ে জানায়, ‘তোর বাবা ঘরের ভিতর মরে পড়ে আছে’। ফিরোজ ঘরের ভিতর গিয়ে বাবার মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশিরা ছুটে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ফিকি বেগমকে আটক করে।
ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ মহসীন আলী জানান, নিহতের সুরৎহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, এ ব্যাপারে নিহতের ভাই আব্দুস সবুর বাদি হয়ে ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৫-০৪-১৫