দু’স্কুল ছাত্রী হত্যাকান্ড > সন্দেহভাজন মূলহোতা আরিফ খুলনায় গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুই স্কুলছাত্রীকে নৃশংসভাবে হত্যা করে অঙ্গ-প্রত্যঙ্গ কেটে নেয়ার চাঞ্চল্যকর ঘটনার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারি আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক নূরে আলম সিদ্দিকী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সোমবার জানিয়েছেন, আরিফকে রোববার রাতে খুলনার ফুলতলা রেলষ্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, ঘটনার পর থেকেই  আরিফ আতœগোপনে ছিল। সোর্সের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, আরিফ রাজশাহী থেকে খুলনাগামী সাগরিকা ট্রেনযোগে খুলনা যাচ্ছে। বিষয়টি তাৎক্ষণিক জিআরপি পুলিশকে জানালে তাকে খুলনা ফুলতলা রেলষ্টেশন থেকে গ্রেপ্তার করে তারা। মামলার তদন্তকারি কর্মকর্তা সেখান থেকে আটক আরিফকে রাতেই শিবগঞ্জ থানায় নিয়ে আসেন। আরিফ ওই ঘটনার এজাহারনামীয় আসামী।
গ্রেপ্তারকৃত আরিফ (৩৫) জেলার শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের পদ্মানদীবেষ্টিত সীমান্তঘেঁষা দোভাগী ঝাইলপাড়া গ্রামের মো. ময়না ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বলা যাবে লোমহর্ষক জোড়াখুনের ঘটনাটির প্রকৃত রহস্য।
উল্লেখ্য, গত ২৮শে মার্চ শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের কানছিড়া ডাক্তারপাড়া গ্রাম থেকে চরবাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির দুই ছাত্রী আশরাফুল ইসলামের মেয়ে আঁখি আক্তার (৯) ও একই গ্রামের আব্দুল লতিফের মেয়ে লতিফা খাতুন (৯) নিখোঁজ হয়। ঘটনার পাঁচদিন পর গত বুধবার দুপুরে ওই এলাকার একটি ভুট্টা খেত থেকে তাদের বিকৃত,গলিত ও  খন্ডিত লাশ উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। এর আগে ঘটনায় দুই দফায় সন্দেহভাজন হিসেবে দ’ুনারীসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৪-১৫