জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতায় হরিমোহন চ্যাম্পিয়ন ॥ নামোশংকরবাটি রানার্স আপ

শুক্রবার তৃতীয়বারের মত চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগীতা। এতে চ্যাম্পিয়ন হয়েছে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়। রানার্স আপ হয়েছে নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়। সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিতর্ক প্রতিযোগীতা অংশগ্রহন করে ৭টি মাধ্যমিক বিদ্যালয়। এর মধ্যে রয়েছে, হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়. নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়, নয়নশুকা আর কে উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় ও নয়াগালা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক শাহ আলম এবং একই কলেজের বর্তমান ২ শিক্ষক নজরুল ইসলাম ও হামিদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সমকালের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিউল আজম। বিতর্ক প্রতিযোগীতা শুরু থেকেই উপভোগ্য হয়ে ওঠে অনুষ্ঠান। ক্ষুদে বিতর্কিকরা পক্ষে বিপক্ষে তাদের যুক্তি তর্ক উপস্থাপন করে ঘায়েল করে তোলার চেষ্টা করে প্রতিপক্ষকে। পরে বিচারক প্যানেল বিচারিক প্রক্রিয়া শেষে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ও নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়কে রানার্স আপ ঘোষনা করেন। চ্যাম্পিয়ন দলের বিতার্কিক তিন জনের মধ্যে রয়েছে রিয়াজুল জান্নাহ, মিনহাজুর রহমান শান্ত ও এ.এইচ.এম মুনাইমুল আজম। রানার্স আপ দলের ৩ বিতার্কিকের তালিকায় রয়েছে সাদিয়া নাজনিন, হালিমাতুস সাদিয়া ও সাদিয়া ফারজানা। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে মেডেল ও সমকাল-এর টি শার্ট এবং আংশগ্রহনকারী ৭ বিদ্যালয়ের ২১ বিতার্কিকদের হাতে সনদ তুলে দেন বিচারক প্যানেলসহ অংশগ্রহনকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। সমকাল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগীতা অংশগ্রহনকারী অপর ৫টি বিদ্যালয়ের বিতার্কিকদের মধ্যে রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আদিবা নওরিন, আল-ফাতিমা একা, ফারহানা আশরাফী, নয়াগোলা উচ্চ বিদ্যালয়ের কামরুননাহার, ফাহমিদা ইয়াসমি, মারিয়া খাতুন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শামীমা খাতুন, সোভিয়া খাতুন, নমিতা চৌধুরী, নয়নশুকা আর কে উচ্চ বিদ্যালয়ের শিরিন খাতুন, মোবারক হোসেন, খাতিজা খাতুন, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের আবুজার গিফারী, নাদিম আলী, তাজিমুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৪-১৫