বিশ্ব অটিজম সচেতন দিবসে নানা আয়োজন ॥ রাতে বিভিন্ন ভবনে আলোকসজ্জা
বিশ্ব অটিজম সচেতনা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নানান কর্মসুচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভার পাশাপাশি রাতে সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর ভবনকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, সিভিল সার্জন ডা. আলাউদ্দীন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রবিউল ইসলাম। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অটিজম সচেতনা দিবসে জেলা প্রশাসকের কার্যালয়, পৌরসভা, সদর হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়েছে।
এদিকে ভোলাহাট থেকে প্রতিবেদক গোলাম কবির জানান, ভোলাহাটে বিশ্ব অটিজম সচেতন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার এফআরএস লিটল এ্যাঞ্জেল ও প্রতিবন্ধি একাডেমী আয়োজিত বিশ্ব অটিজম সচেতন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রথমে র্যালীটি প্রতিবন্ধি ছাত্র/ছাত্রী শিক্ষক/শিক্ষিকা ও সূধীদের অংশ গ্রহনে এফআরএস লিটল এ্যাঞ্জেল ও প্রতিবন্ধি একাডেমী বের হয়ে উপজেলার মেডিকেল মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠানের কক্ষে প্রতিষ্ঠান সভাপতি আলহাজ প্রকৌশলী আমিনুল হকের সভাপতিত্বে আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন, প্র“তিষ্ঠানের অধ্যক্ষ দিলারা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি গোলাম কবির, শিক্ষক আকতার হোসেন, শিক্ষিকা আকতার বানু ও অভিভাবক শাহীন সলিতানাসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৪-১৫