সুন্দরপুরে ট্রাক্টর উল্টে দু’জন নিহত আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান এলাকায় বৃহস্পতিবার রাতে ট্রাক্টর উল্টে দু’জন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতরা হচ্ছে, সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের আশরাফুল হকের ছেলে ট্রাক্টর চালক বাদশা (২২) ও একই গ্রামের আব্দুল হক ওরফে কটা’র ছেলে ট্রাক্টও হেলপার কলিমুদ্দিন কালু (২৮)। 
সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সুন্দরপুর ইউনিয়নের মিরেরচরা থেকে একটি ট্রাক্টরযোগে বাগডাঙ্গা গ্রামের ৫ জন ইটভাটা শ্রমিক বাড়ি ফিরছিল।এসময় মোল্লান এলাকার কালভার্টের কাছে ট্রাক্টরের সামনের একটি চাকা ফেটে গেলে ট্রাক্টরটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালক বাদশা ও হেলপার কালু ট্রাক্টও চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হয় বাগডাঙ্গা গ্রামের সাইদুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৩), হেলাল উদ্দীনের ছেলে নাহিদ (২২) ও মাহতাব উদ্দীনের ছেলে ভুলু (২৬)। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। 


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৪-১৪