অবৈধপথে ভারত যেতে গিয়ে দু’জন আটক

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর ও রঘুনাথপুর সীমান্ত থেকে অবৈধপথে ভারত যাবার সময় দু’ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক হওয়ারা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বাবুপুর কদমতলা গ্রামের মোক্তার হোসেনের ছেলে সুমন মিয়া (২৬) ও একই উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আয়নাল হোসেনের ছেলে ইসারুল ইসলাম (৩৫)। পৃথক পৃথক অভিযান থেকে বৃহস্পাতিবার রাত সাড়ে ১০ এদের আটক করা হয়।
বিজিবি জানায়, ওয়াহেদপুর সীমান্ত ফাঁড়ির নায়েক আব্দুল আওয়ালের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের ১৩/৩-এস এর কাছ দিয়ে অবৈধভাবে ভারত যাবার সময় সুমনকে আটক করা হয়। একই সময় রঘুনাথপুর সীমান্ত ফাড়ির নায়েক রেজাউল করিমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তের ১০/২-এস পিলারের কাছে অভিযান পরিচালনা করে। ওই সময় সীমান্ত অতিক্রম করে ভারত যাবার পথে ইসারুলকে আটক করা হয়।
আটক দু’জনকেই শিবগঞ্জ থানায় সোপার্দ করা হয়েছে।
বিজিবি’র পক্ষ থেকে আটক দু’জনকে চোরাকারবারী বলা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৭-০৪-১৫