রহনপুরের বহিপাড়া থেকে পুরাতন প্রসাদপুর সড়ক পাকাকরণ কাজ শুরু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বৃহস্পাতিবার দু’ কিলোমিটার রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে।
রহনপুর পৌর এলাকার বহিপাড়া মসজিদ থেকে ভায়া ডাইংপাড়া-পুরাতন প্রসাদপুর সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস । এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, বিএমডিএর নির্বাহী প্রকৌশলী আকবর আলী, গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম প্রমুখ।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অর্থায়নে ৫৮ লক্ষ ৬৪ হাজার টাকা ব্যয়ে ২ কিলোমিটার সড়ক পাকাকরণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, গোমস্তাপুর/ ১৬-০৪-১৫