আমনুরা খ্রীষ্টান মিশনে ডাকাতির ঘটনায় ৪ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা খ্রীষ্টান লুথারেন মিশনে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে মিশনে ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাতদল লুট করে নিয়ে যায় মূল্যবান জিনিসপত্র । এ ঘটনায় বুধবার একটি মামলা দায়ের হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার গোলাম মর্ত্তুজা জানান, লুথারেন মিশন ট্রাস্টিবোর্ড, আমনুরার সেক্রেটারী হিংগু মুর্মু বাদী হয়ে ডাকাতির ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আদিবাসীদের নিয়ে মানবাধিকার বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠানের জন্য ঢাকা থেকে আসা কয়েকজন প্রশিক্ষক মিশনের অতিথিশালায় অবস্থান করছিলেন। রাতের বেলায় ২০/২২ জনের একটি সশস্ত্র ডাকাত দল গ্রিলের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে হিংগু মুরমু, মিথু শিলাক মুরমুসহ কয়েকজন আদিবাসী প্রশিক্ষককে বেঁধে মারধর করে নগদ টাকা, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ, মুঠোফোন, সোনার গহনাসহ প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে  আটক করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৪-১৫