রাত ১০ টার দিক থেকে অন্ধকার কাটতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ শহরের

মঙ্গলবার বিকেলের ঝড়ে আবারও বিপর্যয়ের মুখে পরা চাঁপাইনবাবগঞ্জের বিদ্যুৎ ব্যবস্থার রাতে উন্নতি হয়েছে। ঝড়ের কারণে দেখা দেয়া বিপর্যয়ে পুরো চাঁপাইনবাবগঞ্জ শহর অন্ধকারে ডুবে থাকার পর রাত ১০টার দিকে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট, আজাইপুর, পোল্লাডাঙ্গা, নামোশংকবাটিসহ আশেপাশের এলাকায় রাত ১০ টার দিকে বিদ্যুৎ আসে। রাত সাড়ে ১০টার দিকে শহরের পাঠানপাড়া, কোর্ট এলাকাসহ আশেপাশের এলায় চালু হয় বিদ্যুৎ। প্রায় একই সময় পৌর এলাকা অধিকাংশ যায়গা বিদ্যুৎ সরবরাহ চালু হয়। এর আগে চালু ছিল সদর হাসপাতাল, পুরতান বাজার, পুরাতন জেলখানা ও হুজরাপুরের একাংশ।
গেল শনিবার বিকেলের হটাৎ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া বিদ্যুৎ  ব্যবস্থা তিন দিনের প্রচেষ্টা শেষে মঙ্গলবার দুপুরের দিকে স্বাভাবিক হওয়ার পর মাত্র তিন ঘন্টার ব্যবধানে আবারও ঝড়ের ক্ষতির মুখে পড়ে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৪-১৫