সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা নিহত

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ মহাসড়কের রানীহাটি-বোলতলায়ম এলাকায় সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা নিহত ও আরেকজন আহত হয়েছেন। নিহত ব্যাক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর মহল্লার শামশুল হকের ছেলে আকতারুজ্জামান (৩৩) । এঘটনায় আহত হয়েছেন একই ব্যাংকের অফিসার নকিবুজ্জামান (৩০)।
 স্থানীয় সুত্র ও শিবগঞ্জ ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক এ.ভি.পি আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল শিবগঞ্জ ইসলামী ব্যাংকে আসার সময় মহাসড়কের রানীহাটি-বোলতলা নামক স্থানে অটোবাইকের সাথে সংঘর্ষ হলে রাস্তায় ছিটকে পড়েন আকতারুজ্জামান। এতে তিনি মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হলে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে মারা যান আকতারুজ্জামান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৪-১৫