ভূ-গর্ভস্থ পানি নিচে নেমে যাওয়া রোধে নাচোলে মতবিনিময়সভা অনুষ্ঠিত

বরেন্দ্র অঞ্চলের ভূ-গর্ভস্থ পানি নিচে নেমে যাওয়া রোধে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নাচোল উপজেলা মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ও সুইস রেডক্রস এ মতবিনিময়সভার আয়োজন করে। সভায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও নাচোল উপজেলার সকলইউপি চেয়ারম্যান ও ইউপি সচিব, নাচোল পৌরসভার মেয়র প্রতিনিধি ও সচিব এবং বিএমডিএ সহকারি প্রকৌশলী, উপজেলা কৃষি কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার ভুক্তভোগী প্রতিনিধিগণ অংশ নেন। বরেন্দ্র অঞ্চলের খাল-খাড়ি, পুকুর, জলাশয়ে বৃষ্টির পানি সংরক্ষণ ও কৃষিতে ভূ-উপরিস্থ পানির সুষ্ঠব্যবহারের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানির চাপ কমানো এবং অ্যাকুইফার রিচার্জের মাধ্যমে নিচে নেমে যাওয়া রোধে করনীয় বিষয়ে তথ্য-উপাত্ত্ব তুলেধরে বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারি ও গবেষক রাজ্জাকুল ইসলাম। নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ওয়াসিফ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ডাসকোর সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের টিম লিডার (ট্রেনিং) ইসরাত জাহান, সহ-প্রকল্প সমন্বয়কারি জাহাঙ্গীর আলম খান, প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ারা খাতুন, এরিয়া কো-অর্ডিনেটর খাইরুল ইসলাম ও সেলিম রেজা। অংশগ্রহনকারিগণ এলাকা বিশেষে প্রয়োজনীয় প্রকল্পগ্রহনের জন্য আয়োজক সংস্থার প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের নিকট বেদখল পুকুর, জলাশয় ও খাল-খাড়িগুলো ভূগ্রাসীদের হাত থেকে দখলমুক্ত করে পুনঃখননের মাধ্যমে কৃষিতে ব্যবহার উপযোগী করার দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, নাচোল/ ২২-০৪-১৫

,