হরতাল জনজীবনে প্রভাব ফেলেনি ॥ ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে ডাকা হরতালে চাঁপাইনবাবগঞ্জের জনজীবনে কোনই প্রভাব পড়েনি। হরতালের দিন চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরসহ উপজেলাগুলোয় জীবন ছিল প্রায় স্বাভাবিক।
সকাল থেকে শহরের প্রধান প্রধান মার্কেটসহ অন্যান্য মার্কেটগুলো খোলাছিল। হরতালকে ঘিরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে কোন পিকেটিংও দেখা যায়নি। তবে, আগের দিন মঙ্গলবার হরতালের সমর্থনে ছাত্রদল মিছিল করেছিল। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হওয়ার চেষ্টা করলে পুলিশী বাধার মুখে পড়ে। পরে তারা শহরের প্রফেসর পাড়া এলাকা থেকে মিছিল বের করে নিমতলায় গিয়ে শেষ করে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ সকালে হরতালের বিরুদ্ধে  মিছিল ও সমাবেশ করেছে।
সকালে শহরের শহীদ সাটু হল মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান কনক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা হরতালের কঠোর সমালোচনা করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৪-১৫