শিবগঞ্জে পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবীতে নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে সোনাদ্দী চরে পদ্মা নদীতে মঙ্গলবার রাতে একটি মাছধরা নৌকা ঝড়ের কবলে পড়ে নিখোঁজ রয়েছেন একজন। নিখোঁজ ব্যাক্তির নাম ইসমাইল হোসেন। সে শিবগঞ্জ উপজেলার দূলভপুর ইউনিয়নের মনহরপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, স্থানীয় অধিবাসী জোহর আহম্মেদ জানান, মঙ্গলবার মনোহরপুর গ্রামের আশাফুল ইসলামের দুই ছেলে ইসমাইল ও হানিফ এবং একই গ্রামের কাইউমের ছেলে নাসির মাছ ধরনে নৌকা নিয়ে পদ্মা নদীতে যায়। মঙ্গলবার রাতে ঝড়ের কবলে পড়লে হানিফ ও নাসির সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ইসমাইল। রাতেই ইসমাইলের খোঁজে স্বজনরা পদ্মা নদীতে নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা শুরু করে। নৌকা নিয়ে উদ্ধার কাজের সাথে থাকা রিপন আলী নামে ইসমাইলের এক স্বজন বুধবার বিকাল ৪ টা ২০ মিনিটে  মোবাইলে বলেন আমরা সকাল থেকে জাল দিয়ে ও নৌকা নিয়ে পদ্মার অনেক জায়গা খুজলাম, কিন্তু এখনো কোন সন্ধান পায়নি।
এদিকে বিষয়টি নিয়ে শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম জানান, শুনেছি ঝড়ে নৌকাডুবিতে একজন নিখোঁজ আছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২২-০৪-১৫

,