আউশ প্রণোদনা বীজ-সার ও সেচ খরচ বিতরণ
আউশ প্রণোদনা ২০১৫ এর বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. এম আজিজুর রহমান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস.এম আমিনুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আহমেদ আবু আল আমিন, আলহাজ্ব আমিনুল ইসলামসহ অন্যরা।
সদর উপজেলায় এবছর ২ হাজার ৮৫ জন কৃষক এই সুবিধা পাচ্ছে। এর মধ্যে ১৯৩০ জন উফশী আউশ চাষীদের ৫ কেজী উফশী বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৪ শত টাকা সেচ খরচ হিসেবে দেয়া হচ্ছে। ১৫৫ জন নেরিকা আউশ চাষী প্রত্যেক চাষীকে ১০ কেজি বীজ, একই পরিমান সার ও সেচ খরচ এবং আগাছা দমন খরচ হিসেবে ৪শত টাকা প্রদান করা হচ্ছে। চাষীদের টাকা চেকের মাধ্যমে ব্যাংক এ্যাকাউন্টে দেয়া হবে। ব্যাংক থেকে কৃষকরা উত্তোলন করে নেবেন। সরকারের আউস প্রণোদনা ভর্তূকী সহায়তার অংশ হিসেবে এসব বীজ, সার ও খরচ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। উপজেলায় মোট ১১.২০ মেট্রিক টন বীজ, ইউরিয়া সার ৩৬.৭ মেট্রিক টন, ডিএপি ২০.৮৫ মেট্রিক টন এবং এমওপি ২০.৮৫ মেট্রিক টন বিতরণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৪-১৫
সদর উপজেলায় এবছর ২ হাজার ৮৫ জন কৃষক এই সুবিধা পাচ্ছে। এর মধ্যে ১৯৩০ জন উফশী আউশ চাষীদের ৫ কেজী উফশী বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৪ শত টাকা সেচ খরচ হিসেবে দেয়া হচ্ছে। ১৫৫ জন নেরিকা আউশ চাষী প্রত্যেক চাষীকে ১০ কেজি বীজ, একই পরিমান সার ও সেচ খরচ এবং আগাছা দমন খরচ হিসেবে ৪শত টাকা প্রদান করা হচ্ছে। চাষীদের টাকা চেকের মাধ্যমে ব্যাংক এ্যাকাউন্টে দেয়া হবে। ব্যাংক থেকে কৃষকরা উত্তোলন করে নেবেন। সরকারের আউস প্রণোদনা ভর্তূকী সহায়তার অংশ হিসেবে এসব বীজ, সার ও খরচ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। উপজেলায় মোট ১১.২০ মেট্রিক টন বীজ, ইউরিয়া সার ৩৬.৭ মেট্রিক টন, ডিএপি ২০.৮৫ মেট্রিক টন এবং এমওপি ২০.৮৫ মেট্রিক টন বিতরণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৪-১৫