আম দিয়ে ‘আম’ লেখা
চাঁপাইনবাবগঞ্জের অসংখ্য স্কুলপথ আম বাগানের ভেতর দিয়ে। ওই পথ দিয়েই স্কুলে যাওয়া আর বাড়ি ফেরা। বাড়ি ফেরার পথে যদি থাকে আম কুড়ানো সুখ। তবে, কতই না তা মধুর। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মকরমপুর এলাকায় স্কুল ফিরতি চার শিশু বাগানে ছোট ছোট আম কুড়িয়ে খেলার ছলে বন্ধ দোকানের বারান্দায় কি সুন্দরভাবে আম দিয়ে লিখেছে আম শব্দটি। রোববার দৃশ্যটি ক্যামেরায় ধরেছেন কলেজ শিক্ষক নুরুজ্জামান।