নয়াগোলা হাট মসজিদের টয়লেট থেকে ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা হাট জামে মসজিদের টয়লেট থেকে শুক্রবার চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। জুম্মার নামাজের আগমূর্হুতে মসজিদ টয়লেটে ককটেল পাওয়ার খবরে আত্মংক ছড়িয়ে পড়ে মুসল্লীদের মাঝে।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নয়াগোলা হাটের ওই মসজিদের টয়লেটটি পরিচ্ছন্নকর্মীরা পরিষ্কার করতে গেলে একটি বালতির ভেতর ও বাইরে পাতা দিয়ে ঢাকা অবস্থায় ককটেল দেখতে পায়। এ খবর মুসল্লীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা আত্মংকিত হয়ে উঠে। কেউ কেউ মসজিদ এলাকা ত্যাগ করে। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪টি ককটেল উদ্ধার করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্তুজা বলেন, ‘মসজিদের অব্যবহৃত টয়লেটের ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার করা। কেউ হয়তো নাশকতার জন্য ককটেলগুলো রাখতে পারে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৪-১৫