চাঁদলাই নূরাণী একাডেমীর মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকারঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঁদলাই নূরানী একাডেমীর মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবধনা ও জেলার সকল নূরাণী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁদলাই জামে মসজিদ কমপ্লেক্স এর নিজস্ব ভবনে চাঁদলাই নূরানী একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির বিশ্বাস এর সভাপতিত্বে  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাতার চ্যারেটি প্রতিনিধি ও গোদাগাড়ী ইয়াতিমখানার সুপারেন্টটেন্ট মাওলানা খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মিঞ্া মোঃ নুরুল হক, এছাড়া অন্যানের মাঝে বক্তব্য রাখেন, নূরানী একাডেমীর প্রধান শিক্ষক মোঃ ওবাইদুল হক, চাঁন্দলাই জামে মসজিদ কমিটির সদস্য সাজ্জাদ আলি, সাবের আলি,নূরানি একাডেমির সহ-সভাপতি  মোঃ আহসান হাবিব,আলাউদ্দিন, মমতাজ উদ্দিন, আনারুল ইসলাম, তরিকুল ইসলাম, তাজেমূল হক প্রমুখ।  জেলার মোট ২০টি নূরানি একাডেমীর প্রায় ২০০ ছেলেমেয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা গজল, ক্বেরাত, আজান ও সাধারণ জ্ঞান বিষয়ে অংশগ্রহণ করেন। 


চাঁপাইনবাগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৪-১৫