ডায়ারিয়া পরিস্থিতি অপরিবর্তিত : ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ৬০জন

চাঁপাইনবাবগঞ্জে ব্যাপকহারে ছড়িয়ে পড়া ডায়রিয়ার প্রকোপ রবিবার রাত পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। পুরাতন রোগি ভাল হলে বাড়ি ফিরলেও নতুন নতুন রোগি ভর্তি হছে হাসাপাতালে। গত ২৪ ঘন্টায় শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালেই ভর্তি হয়েছেন নতুন করে আরো ৬০ জন ডায়ারিয়া আক্রান্ত রোগি। রোগিীও তাদের স্বজনদের ভীড় হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে প্রায় সমস্ত হাসপাতালের বারান্দায়। হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ৮টা পর্যন্ত ডায়ারিয়া আক্রান্ত ৬০জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে গত ১৩ দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে রোগটিতে চিকিৎসা নিয়েছেন প্রায় ৮শত রোগী। 
রোববারও বহু রোগিকে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে দেখা গেছে। এই বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে রীতিমত হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সদর হাসপাতালের আরএমও সফিকুল ইসলাম জানিয়েছেন, রোগির চাপ বাড়ায় কিছুটা সমস্যা হচ্ছে তবে ডায়রিয়া মোকাবেলায় পর্যাপ্ত স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ মজুদ রয়েছে এবং রোগিদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু, নিজস্ব প্রতিবেদক/ ১২-০৪-১৫