৪৪ বছর পরেও স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশকে ক্ষত-বিক্ষত করতে চায়...ডিআইজি ইকবাল বাহার

পুলিশের রাজশাহী রেঞ্চের ডিআইজি ইকবাল বাহার পিপিএম চলমান হরতাল অবরোধের কঠোর সমালোচনা করে বলেছে, যারা একদিন বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল। ৪৪ বছর পর তারা আবারও সহিংসতার মধ্যদিয়ে বাংলাদেশকে ক্ষত-বিক্ষত করতে চায়। কিন্তু সেটা হতে দেয়া যায়না। মানুষ তা হতে দেবে না। আইন শৃংখলা বাহিনী, প্রশাসন ও শান্তি প্রিয় জনগন এদের প্রতিহত করবে। তিনি বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক পুলিশ সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জাফর সেখ মোহাম্মদ বজলুল হক, এনএসআই’র উপ-পরিচালক  শামসুজ্জোহা, পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক তসলিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম হাসান শাহনেওয়াজ, জাতীয় পার্টির নেতা এ্যাড. একরামুল হক, মাহফুজুর রহমান বেঞ্জু, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক জোনাব আলী, দৈনিক চাঁপাই দর্পণ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেনসহ অন্যরা। পুলিশ লাইন মাঠে পুলিশ সদস্য ও শিশুদের বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত খেলা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিগণ। পুলিশ লাইন মাঠে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশের সন্ত্রাস দমনে বাস্তব চিত্র তুলে ধরা হয়। এসময় পুলিশের বিভিন্নস্তরের উর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্নস্তরের পুলিশ কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন গান পরিবেশন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৪-১৫