সাইকেল রেস

গোমস্তাপুরে ব্যতিক্রমী সাইকেল রেস প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার ১৫ জন কিশোরী। “বৈষম্য নির্যাতন করবো প্রতিরোধ এই আমাদের শপথ” এই প্রতিপাদ্যকে সামনের রেখে বৃহস্পপ্রতিবার সিএমইএস নয়াদিয়াড়ী ইউনিট আয়োজিত এই সাইকেল রেস উপভোগ করে এলাকার হাজার হাজার মানুষ...