কানসাট পুকুরিযায় সড়ক দূর্ধটনায় এক শিশু নিহত
নিহত শিশুর নাম ওয়াহিদ (১০)। নিহত ওয়াহিদ শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর উপরটোলা গ্রামের জিন্নুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে ওয়াহিদ বাড়ি থেকে সাইকেলযোগে নানার বাড়ি শ্যামপুর যাচ্ছিল। পুকুরিয়ার কাছে রাস্তা পারাপারের সময় সোনামসজিদ স্থল বন্দর থেকে আসা ট্রাক বহরের নিচে পড়ে গেলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৪-১৫