জেলাজুড়ে নানান আয়োজনে বর্ষ বরণ

আবহমান বাংলা ও বাঙ্গালির ঐতিহ্য পহেলা বৈশাখে হাজারো হাজারো বাঙ্গালির প্রাণের উচ্ছাসের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ ১৪২২ কে। দিবসের প্রথম প্রহর থেকেই বর্ণাঢ্য নানান আয়োজন করেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেন চাঁপাইবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম, পৌর মেয়র মাওলানা আব্দুল মতিনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং নানান বয়সী মানুষ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় তিন দিনব্যাপি বৈশাখী মেলার।
বেলা বাড়ার পর জমজমাট রূপ লাভ করে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের বৈশাখী মেলা। শিশু কিশোর থেকে শুরু করে বয়স্কদের ভিড়ে কানাকানায় পূর্ণ হয়ে যায় গোলা মাঠ। মেলায় বিভিন্ন ষ্টলের পাশাপাশি স্থান পেয়েছে গ্রামীণ ঐতিহ্যবাহী নাগরদোলসহ অন্যান্য খেলা।
নতুন বছরকে বরণ করতে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার তাদের চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করে। এর আগে স্বাগত বক্তব্য রাখেন, পাঠাগারের সাধারণ সম্পাদক তোহিদুর রহমান। বর্ষবরণ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসুচি পালন করেছে।
আমাদের প্রতিবেদক আসাদুল্লাহ জানান, নূতনকে বরণ করতে জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রা শহরে এনে দেয় ভিন্ন মাত্রা। শিশু কিশোর, তরুণ তরুণী এমনকি বয়স্করাও নানান সাজে শোভাযাত্রায় অংশ নিতে মেতে উঠেন প্রাণের উচ্ছাসে।
এদিকেনতুন বছরকে বরণ করতে চাঁপাইনবাবগঞ্জের অন্যান্য উপজেলাতেও নানান কর্মসুচি পালনের খবর পাওয়া গেছে। ভোলাহাট থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক তাজামুল হক আরাফাত জানান, ভোলাহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো বাংলার প্রাণের উৎসব বাংলা নববর্ষ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোভাযাত্রা, বর্ষবরণ, বর্ণাঢ্য র‌্যালী ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছোট ছোট শিশুদের বর্ণীল সাজে এসো হে বৈশাখ এসো এসো শ্লোগানে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মো: রফিক, অফিসার ইনর্চাজ মহসীন আলী, পুলিশ পরির্দশক (তদন্ত) মোজহারুল ইসলাম, উপজেলা আলীগ সাধারণ সম্পাদক ডা: আশরাফুল হক চুনু, গোহালবাড়ী ও জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, জগলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, এলজিইডি প্রকৌশলীি এসএম মন্জুর মাওলা, যুব কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক,ছাত্র/ছাত্রী, আলীগ নেতাকর্মীসহ নানা পেশাজীদের অংশ গ্রহনে বর্ণাঢ্যর‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভোলাহাট স্মৃতি সৌধের মাঠে বৈশাখের গানে গানে মেতে উঠে।
এদিকে, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামীলীগ পান্তা ইলিশ খাওয়ার আয়োজন করে।




 
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৪-১৫