১ম বিভাগ ফুটবলে আলোর দিশারীর জয়
জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন এর ব্যবস্থাপনায় শেখ কামাল নিটল টাটা ১ম বিভাগ ফুটবল লীগ প্রতিযোগিতায় রবিবারের খেলায় জয় পেয়েছে আলোর দিশারী ক্লাব। তারা ৩-১ গোলে নবাবগঞ্জ জুডো কারাতে ও বক্সিং একাডেমী কে পরাজিত করে। আলোর দিশারীর পক্ষে আখের আলী ১টি, ইনজামামুল ১টি, সোহেল ১টি এবং নবাবগঞ্জ জুডো কারাতে ও বক্সিং একাডেমীর তুষার দলের পক্ষে একমাত্র গোলটি করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৬-০৪-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৬-০৪-১৫