খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে রাবিতে সমাবেশ

সিটি নির্বাচনের প্রচারণাকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে একাধিকবার হামলাকে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য প্রচ্ছন্ন হুমকি বলে উল্লেখ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যেবোধে বিশ্বাসী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ব্যানারে প্রতিবাদ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লিচুতলায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। ওই সমাবেশে বক্তারা এই কথা বলেন।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৮ তারিখের ঢাকা ও  চট্টগ্রাম সিটি নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রাধান্য বিস্তার করতে ছাত্রলীগ-যুবলীগের ক্যাডার কর্তৃক এই হামলাগুলো করা হচ্ছে। আমরা  এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় বক্তারা খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের শাস্তি ও সিটি নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনারের কাছে দাবি জানান।
সাদাদলের আহ্বায়ক প্রফসর ড. শামসুল আলম সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর রফিকুল ইসলাম, রাবি সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. শাহাদাত হোসেন ম-ল, সাবেক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এম আজহার আলী।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. আবুল হাশেম, প্রফেসর ড. এফ নজরুল ইসলাম, প্রফেসর ড. বেলাল হোসেন, ড. ইফতেখারুল আলম মাসউদ, ড. শামসুজ্জোহা ইসামী, ড. সারওয়ার জাহান লিটন প্রমুখ।
এর আগে সিনেট ভবনের সামনে থেকে প্রতিবাদ র‌্যালীটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে শতাধিক শিক্ষক, কর্মকর্ত-কর্মচারী উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্বপ্রতিবেদক,রাবি/ ২৬-০৪-১৫