ভারোত্তোলন প্রতিভা অন্বেষণ ক্যাম্প শুরু

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জ ব্যায়ামাগারে ১৫ দিনব্যাপি অনুর্ধ্ব-১৪-১৫ বছর বালক-বালিকাদের অনাবাসিক ভারোত্তোলন প্রতিভা অন্বেষণ ক্যাম্প  শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে এই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান।
এসময় বাফুফে’র নির্বাহী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ম-সম্পাদক আজমাল হোসেন, নির্বাহী সদস্য হুমায়ন কবীর লুকু, আব্দুল হান্নান রজু, মাহবুব বেগম, মশিউর রহমান মিটু, সাধারণ পরিষদ সদস্য জালাল উদ্দীন, শহীদুল হক, বাবলু জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এক্যাম্পে ১০ জন বালক ও ১০ জন বালিকা সহ মোট ২০ জন অংশ নিচ্ছে। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন- জাতীয় ক্রীড়া পরিষদ কোচ মোতালেব হোসেন বুলু।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৮-০৪-১৫