সড়ক দূর্ঘটনায় আদিনা কলেজ ছাত্রী নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় আদিনা ফজলুল হক সরকারি কলেজের অনার্সে পড়–য়া ছাত্রী নিহত হয়েছে। নিহত ছাত্রীর নাম মোসাঃ আশনারা খাতুন (২০)। সে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বনকুল গ্রামের কশিমুদ্দিনের মেয়ে ও আদিনা কলেজের দর্শন বিভাগের অনার্সের ৪র্থ বর্ষের ছাত্রী।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর পৌনে দুইটার দিকে অটোযোগে শিবগঞ্জ যাবার পথে দাদনচক হল মোড়ে আশনারা অটো থেকে পড়ে গেলে বালু ভর্তি একটি ট্রাক তাকে চাপা দিলে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০১-০৪-১৫
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর পৌনে দুইটার দিকে অটোযোগে শিবগঞ্জ যাবার পথে দাদনচক হল মোড়ে আশনারা অটো থেকে পড়ে গেলে বালু ভর্তি একটি ট্রাক তাকে চাপা দিলে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০১-০৪-১৫