পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ জোনাব আলীর লাশ উদ্ধার > সুমির বাড়িতে শোকের মাতম
চাঁপাইনবাবগঞ্জের শিবগগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ জোনাব আলীর লাশ পাওয়া গেছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখরআলী এলাকায় পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাখরআলী এলকার লোকজন সকালে নদীতে লাশ ভেসে থাকতে দেখে তা উদ্ধার করে। পরে দুর্লভপুর ইউনিয়ন চেয়াম্যান আবু আহমেদ নাজমুল কবির মুক্তাকে খবর দেয়া হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে দিয়ে নিয়ে আসে জোনাব আলীর বাড়িতে। জোনাব আলীর ভাই আব্দুল খালেক লাশ সন্ক্তা করেন।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় মনোহরপুরে পদ্মায় নৌকাডুবির ঘটনার পর থেকে নিখোঁজ ছিল দুর্লভপুর ইউনিয়নের দোগাছি গ্রামের এসাহাক আলীর ছেলে জোনাব আলী।
এদিকে আমাদের নিজস্ব প্রতিবেদক সফিকুল ইসলাম সফিক জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় নিহত মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের আরসাদ আলী মেয়ে এসএসসি পরীক্ষার্থী সুমি আক্তারের মৃত্যুতে তার বাড়িতে চলছে শোকের মাতম। বহু কষ্টে মেয়ে লেখাপড়া করানোর মাঝে নদীতে ডুবে মারা যাওয়ায় এখন পাগল প্রায় সুমির পিতা মাতাসহ পরিবারের অন্যান্য লোকজন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৪-১৫