ভোলাহাটে টেলিটক নেটওয়ার্কের দাবীতে স্মারকলিপি প্রদান
ভোলাহাটে দীর্ঘদিনের দাবী নিয়ে সরকারী টেলিটক নেটওয়ার্ক স্থাপনের দাবীতে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদাণ করেছে ‘আম্রকানন ভোলাহাট’।
উপজেলায় বেসরকারী গ্রামীণ, বাংলালিংক, সিটিসেল ও রবি মোবাইল নেটওয়ার্ক থাকলেও সরকারী প্রতিষ্ঠান টেলিটকে নেটওয়ার্ক নেই দীর্ঘদিন ধরে। এলাকার জনসাধারণ বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানালেও তা বাস্তবায়ন হয়নি। প্রেক্ষিতে মঙ্গলবার ‘আম্র কানন’ নামে একটি উদীয়মাণ যুবকদের নিয়ে প্রতিষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকের কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, আম্র কানন প্রতিষ্ঠানের আহবায়ক তারেক রহমান হৃদয়, আইটি এ্যাডভাইজার টেকনিশিয়ান সুমন আলী, উপজেলা উদ্যোক্তা শহিদুল ইসলাম, সদস্য বরকতুল্লাহ খান, শাহবাজ খান, সজীব আলী, ছাত্র শহিদুল ইসলাম, আতীক রহমান, মামুনুর রশিদ প্রমূখ। আম্রকাননের সদস্যগণ জানান, বর্তমানে তথ্য ও প্রযুক্তির দিক দিয়ে ভোলাহাট উপজেলা অনেকটাই পিছিয়ে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ও সঠিক ব্যবহারের জন্য বর্তমানে কোন দ্রুতগতির ইন্টারনেট ভোলাহাটে নেই। প্রতি বছর এ উপজেলা থেকে অসংখ্য ছাত্র-ছাত্রী বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। ভোলাহাট উপজেলায় সরকারী টেলিটক নেটওয়ার্ক না থাকায় পার্শ্ববর্তী উপজেলা গুলোতে গিয়ে টেলিটকের সেবা গ্রহণ করে থাকে। এতে করে ভোলাহাট উপজেলাবাসী ভোগান্তির শিকার হচ্ছে। তাই অতি দ্রুত ভোলাহাটে টেলিটকের নেটওয়ার্ক স্থাপন করার জোর দাবি জানিয়েছেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৪-১৫
উপজেলায় বেসরকারী গ্রামীণ, বাংলালিংক, সিটিসেল ও রবি মোবাইল নেটওয়ার্ক থাকলেও সরকারী প্রতিষ্ঠান টেলিটকে নেটওয়ার্ক নেই দীর্ঘদিন ধরে। এলাকার জনসাধারণ বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানালেও তা বাস্তবায়ন হয়নি। প্রেক্ষিতে মঙ্গলবার ‘আম্র কানন’ নামে একটি উদীয়মাণ যুবকদের নিয়ে প্রতিষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকের কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, আম্র কানন প্রতিষ্ঠানের আহবায়ক তারেক রহমান হৃদয়, আইটি এ্যাডভাইজার টেকনিশিয়ান সুমন আলী, উপজেলা উদ্যোক্তা শহিদুল ইসলাম, সদস্য বরকতুল্লাহ খান, শাহবাজ খান, সজীব আলী, ছাত্র শহিদুল ইসলাম, আতীক রহমান, মামুনুর রশিদ প্রমূখ। আম্রকাননের সদস্যগণ জানান, বর্তমানে তথ্য ও প্রযুক্তির দিক দিয়ে ভোলাহাট উপজেলা অনেকটাই পিছিয়ে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ও সঠিক ব্যবহারের জন্য বর্তমানে কোন দ্রুতগতির ইন্টারনেট ভোলাহাটে নেই। প্রতি বছর এ উপজেলা থেকে অসংখ্য ছাত্র-ছাত্রী বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। ভোলাহাট উপজেলায় সরকারী টেলিটক নেটওয়ার্ক না থাকায় পার্শ্ববর্তী উপজেলা গুলোতে গিয়ে টেলিটকের সেবা গ্রহণ করে থাকে। এতে করে ভোলাহাট উপজেলাবাসী ভোগান্তির শিকার হচ্ছে। তাই অতি দ্রুত ভোলাহাটে টেলিটকের নেটওয়ার্ক স্থাপন করার জোর দাবি জানিয়েছেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৪-১৫