ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন > আতঙ্ক কমাতে এবার কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে না

দেশজুড়ে আগামী ২৫ এপ্রিল শনিবার শুরু হতে যাওয়া জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ লাখ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর হবে। এ সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পূন্ন হয়েছে। তবে, এবছর বিগত বছরগুলোর মত আতঙ্ক কমাতে ভিটামিন এ ক্যাপসুল এর সাথে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে না। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে জানাতে বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাখে মতবিনিময়কালে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ড. আলাউদ্দীন।
মতবিনিময় সভায় আরো জানানো হয়, শিশুদের ভিটামিন নিশ্চিত করতে এ বছর ক্যাম্পেইন চলাকালীন শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর বিষয়ে মায়েদের মৌখিকভাবে পুষ্টিবার্তা দেয়া হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলার ১০১ টি মোবাইল টিম সহ ১২৫৯ টি নির্ধারিত স্থানে
৬ থেকে ১১ মাস বয়সী ২২হাজার ৮৭৪ জন শিশুকে লীল রংয়ের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭৪ হাজার ৫৬৫ জন শিশুকে লাল রংয়ের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচী সফল করতে ওই দিন মাঠে থাকবে ৩৭৬২ জন স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষত কর্মী। ইতিমধ্যেই তাদেও প্রশিক্ষণ শেষ করেছে স্বাস্থ্যবিভাগ।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, রোহ নিয়ন্ত্রয়ক ডা. জিনাত আরা হক ও ডা.সুলতানা পাপিয়া।

নাচোল
নাচোল থেকে সংবাদদাতা জানান, জাতীয় ভিটামিনপ্লাস ক্যাম্পইন ২০১৫ উদ্যাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে  অ্যাডভোকেসীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় থেকে ১১মাস বয়সী শিশুদের নীল ১২ থেকে ৫৯মাস বয়সী লাল রঙয়ের ভিটামিনপ্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজনীয়তা এবং এর গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন, মেডিকেল অফিসার জেড এএম শাহরিয়ার খান, ডাঃ জাহাঙ্গীর আলম, ইপিআই ইন্চার্জ আলহাজ্ব আব্দুল গনি। উপলক্ষ্যে মেডিকে অফিসার জেড এএম শাহরিয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাডভোকেসীতে প্রধান অতিথি ছিলেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ওয়াসিফ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী সাহরিয়ার, নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা ইনিটের কমান্ডার মতিউর রহমান। উল্লখ্য, উপজেলার ১৩টি কেন্দ্রে থেকে ১১মাস বয়সী হাজার ২৩জন এবং ১২ থেকে ৫৯জন শিশুকে ২৫ এপ্রিল দিনব্যাপী ১টি করে ভিটামিনপ্লাস খাওয়ানো হবে

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৪-১৫