হরতাল অবরোধ মাথায় নিয়ে আজ এইচএসসি পরীক্ষা দেবে ১২ হাজর পরীক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার ১৮টি কেন্দ্রে বুধবার ২০ দলীয় জোটের ডাকা হরতাল অবরোধ মাথায় নিয়ে ১১ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী এইচ.এস.সি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 
জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সুত্রে জানা গেছে, নবাবগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে ৭৬২ জন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ৮৯৬ জন, শাহনেয়ামতুল্লা কলেজে কেন্দ্রে ১ হাজার ৩৫২ জন, নবাবগঞ্জ সিটি কলেজে ২৮জন, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজে ২৮১ জন, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ২৮৪ জন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রায় ২৯৭ জন, শিবগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ৮৭জন, শিবগঞ্জ কলেজে ১ হাজার ১০৫ জন, আদিনা সরকারি ফজলুল কলেজ কেন্দ্রে ৬২৫জন, শিবগঞ্জ ফজিল মাদ্রাসা কেন্দ্রে ৩৮৯জন, শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৭২ জন, নাচোল কেন্দ্রে ৬৯৬ জন, নাচোল মহিলা কলেজে ৩৯২ জন, ভোলাহাট মহবুল্লাহ্ কলেজ কেন্দ্রে ৪৯০ জন, ভোলাহাট মহিলা কলেজে ২০৩ জন, রহনপুর ইউসুফ আলী কলেজে ৭৫৫ জন, রহনপুর মহিলা কলেজ কেন্দ্রে ৫৪৯ জন, গোমস্তাপুর সোলেমান মিয়া কলেজে ২৪৩ জন, চৌডালা জহুর আহমেদ মিয়া কলেজে ১৫১ জন, প্রসাদপুর ফাজিল মাদ্রাসায় ৬৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। 
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সবধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৪-১৪