২০ দলীয় জোটের গণ মিছিল অনুষ্ঠিত (ভিডিওসহ)
কেন্দ্রীয় কর্মসুচি ও দেশব্যাপী চলমান হরতালের সমর্থনে চাঁপাইনবাবগঞ্জের বিএনপি ও জামায়াতের উদ্যোগে যৌথভাবে গণমিছিল অনুন্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের নিমতলা মোড় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সহকারী সেক্রেটারী মোজাম্মেল হক, এছাড়া মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক সাদিউল ইসলাম রঞ্জু, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সেক্রেটারী তোহরুল ইসলাম সোহেল, যুবদল নেতা নজরুল ইসলাম, ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ন আহবায়ক ফারুক আহম্মেদ প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৩-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৩-১৫