সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর মালদহ জেলার মহদিপুরে এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে উক্ত সম্মেলনে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল কে.এম ফেরদাউসুল শাহাব। বাংলাদেশ প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ৯, ১৪ ও ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়কগণ। বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন মালদহ সেক্টরের সেক্টর কমান্ডার শ্রী রাজ সিং রাথর। উপস্থিত ছিলেন ২০, ৩১, ১১৪ ও ১২৫ বিএসএফ ব্যাটালিয়ন সমুহের কমান্ড্যান্টগণ। সম্মেলনে চোরাচালান, অস্ত্র, মাদকদ্রব্য, মানব পাচার ও সীমান্ত দূর্ঘটনা রোধকল্পে কার্যকরী ব্যবস্থা গ্রহনে এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আরো তৎপর হওয়ার বিষয়ে উভয় পক্ষের সেক্টর কমান্ডারগণ একমত পোষণ করেন। বৈঠকে রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল কে.এম ফেরদাউসুল শাহাব সীমান্তের নিরীহ ও নির্দোষ বাংলাদেশী জনসাধারণের উপর অহেতুক গুলি করে হত্যা বন্ধ করার জন্য বিএসএফ সেক্টর কমান্ডারকে অনুরোধ জানালে তিনি সীমান্ত হত্যা রোধকল্পে প্রতিশ্রুতি প্রদান করেন। সৌহার্দপূর্ণ পরিবেশে ও শান্তিপূর্ণভাবে সীমান্ত সম্মেলন সমাপ্ত হয়। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জস্থ ৯’বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো. মিন্নাত আলী সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে এক প্রেসনোটে সাংবাদিকদের অবহিত করেন।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৩-১৫