নিউমোনিয়া প্রতিরোধে নতুন টিকা সংযোজনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

শিশুদের নিমোকক্কাল নিউমোনিয়া প্রতিরোধ ও দেশকে পোলিও মুক্ত রাখতে নিয়মিত সম্পসারিত  টিকাদান কর্মসূচিতে পিসিভি ও আইপিভি নামে নতুন টিকা সংযোজন করা হয়েছে। এ কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মিলনায়তনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আব্দুল মতিন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা.জিনাত আরা, ডা. রুখশানা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের পক্ষে ডা. এনামুল হক, নতুন টিকা দুটির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন, পৌরসভার মেডিক্যাল অফিসার ডা. ওলিউল ইসলাম খান, স্যানেটারী ইন্সপেকটার জহির উদ্দিন।
সভায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক  আব্দুল হান্নান, এমদাদুল হক,আব্দুল মান্নান, আমিনুল ইসলাম সেন্টু, মসিউল করিম বাবু প্রমুখ। সভায় শিশুদের  স্বাস্থ্যের কথা বিবেচনা স্বাস্থ্যবিভাগের পাশাপাশি সমাজের শিক্ষক, সাংবাদিক, ইমাম সহ সকলকে  সহযোগিতার আহবান জানানো হয়। এবং আগামী ১ এপ্রিল হতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪৫টি কেন্দ্রের মাধ্যমে এ টিকাগুলো দেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৩-১৫