দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে ব্রাইট সান এর জয়

 চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৪-১৫ এর মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ব্রাইট সান । তারা ১৪ রানে রেহাইচর দিপালী সংঘ-কে পরাজিত করে । প্রথমে ব্যাট করতে নেমে ব্রাইট সান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে মামুন ৩১, সোহান ২৪ রান করে। ব্রাইট সানের বোলার সোহেল ৪ ওভার ১৩ রানে ৪টি, মেরাজ ৪ ওভার ১৪ রানে ১টি উইকেট লাভ করে। ৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রেহাইচর দিপালী সংঘ ১৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সোলেমান ১১, সোহেল ১১ রান করে। ব্রাইট সানের বোলার অংকুর ৪ ওভার ১০ রানে ৩টি, আবিদ ২ ওভারে ৪ রানে ৩টি উইকেট লাভ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৪-০৩-১৫