রাবিতে ৫৬ আসন ফাঁকা তবুও প্রকাশ হচ্ছে না অপেক্ষামানের তালিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪-১৫ সেশন শিক্ষাবষের্র বিভিন্ন অনুষদে ৫৬ আসন  ফাঁকা হওয়া সত্তেও অপেক্ষমান তালিকা প্রকাশ করছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন করে ভর্তির তারিখ প্রকাশ না করায় অপেক্ষমান শিক্ষাথীরা ভর্তি হতে পারছে না। ফলে তাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদালয় প্রশাসন বলছে ভিন্ন কথা। তারা বলেন ,“বার বার ভর্তির নোটিশ প্রকাশ করে শিক্ষার্থীদেরকে ভর্তি করা সত্তেও আসন ফাঁকা থেকেই যাচ্ছে। ফলে আমাদের  পক্ষে অধিক সময় ধরে নতুন করে শিক্ষার্থী ভর্তি করা সম্ভব হচ্ছে না। ফলে ৫৬ আসন ফাঁকা রেখেই চলতি ২০১৪-১৫ সেশনের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।”
এ বিষয়ে একাডেমিক শাখার উপ-রেজিষ্টার এ এইচ এম আসলাম হোসেন বলেন, ভর্তির শুরু হওয়ার পর থেকে আসন ফাঁকা থাকা সাপেক্ষে একাধিকবার অপেক্ষমান তালিকা প্রকাশ করেছি। এভাবে একাধিকবার তালিকা প্রকাশ করা সত্বেও আসন ফাঁকা থাকলে আমাদের কিছু করার নেই। তাছাড়া আসন ফাঁকা হওয়া একটি চলমান প্রক্রিয়া।’
তিনি আরো বলেন, প্রথম বর্ষের ক্লাস গত ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ থেকে শুরু হয়েছে এবং যে সকল বিভাগে সেমিষ্টার পদ্ধতি তাদের প্রথম সেমিষ্টারের ক্লাস প্রায় মাঝামাঝির দিকে। তাই নতুন করে শিক্ষার্থী ভর্তি করা আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না।’
একইভাবে কলা অনুষদের ডীন প্রফেসর খন্দকার ফরহাদ হোসেন বলেন, আমরা একে একে নয়বার অপেক্ষামান তালিকা প্রকাশ করেছি। এর পরেও যদি আসন ফাঁকা থাকে তাহলে আমাদের পক্ষে কি করার আছে। এ বছর আমরা ১০২৬ সিটের জন্য অপেক্ষমান তালিকা থেকে ধীরে ধীরে ১০৮২ জন শিক্ষার্থীকে ভর্তি করিয়েছি। এখনো অনেকে ভর্তি বাতিল করে অন্যত্র চলে যাচ্ছে। ফলে তার আসনটি ফাঁকা থেকেই যাচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা প্রফেসর সাদেকুল আরেফিন মাতিন বলেন, ভর্তির অপেক্ষমান তালিকা প্রকাশ করতে করতে কোন এক সময়তো ভর্তি প্রক্রিয়া থেমে যেতে হবে,এটি তো আর দীর্ঘ সময় ধরে চলতে পারে না। অনেকবার অপেক্ষমান তালিকা প্রকাশ করার পরও আসন ফাঁকা থাকলে এখন আমাদের আর কি করার ।’
এ দিকে আবার ভর্তি কার্যক্রম স্থগিত থাকা সত্বেও গত ০৯.০৩.১৫ তারিখে প্রকাশিত নোটিশে বিশেষ বিবেচনায় খেলোয়ার কোটায় দুইজন শিক্ষার্থীকে ভর্তি করানো হয়েছে। একজন ভর্তি হয়েছেন ফোকলোর এবং অন্যজন ভর্তি হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। ফলে এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
বিশেষ বিবেচনায় দুইজন খোলোয়ারকে ভর্তি করার বিষয়ে বলেন, এরা আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়ার। তাই এই দুইজনকে ভর্তি উপ-কমিটির সভায় বিশেষ বিবেচনায় একজনকে ফেকলোর এবং অন্যজনকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মেধাতালিকার মধ্য থেকেই এদেরকে  ভর্তি করানো হয়েছে ।
 জানা গেছে, কলা অনুষদে ৮টি, সামাজি বিজ্ঞান অনুষদে ৫টি, বিজ্ঞান অনুষদে ১৯টি, কৃষি অনুষদে ১১টি, বিজনেস স্টাডিস অনুষদে ২টি, প্রকৌশলী অনুষদে ৫টি, আইন বিভাগে ২টি, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদে ৪টিসহ মোট ৫৬টি আসন ফাঁকা রয়েছে।

চাঁপাইনাবগঞ্জ নিউজ/ রবিউল আওয়াল, প্রতিবেদক, রাবি/ ১৯-০৩-১৫